top of page
Search
Writer's pictureSHAKIL SARDAR

‘২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু’


আগামী ২৫ মে থেকে দেশে চীনের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (১৭ মে) তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হবে। সেই সঙ্গে টিকার বিষয়ে আমরা রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি এবং টিকা আনার চেষ্টা করছি।

গত বুধবার (১২ মে) চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছায়। এদিন ভোর ৫টার দিকে টিকাবহনকারী বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ দিকে উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা এলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা আসতে আরও কিছু দিন সময় লাগতে পারে। সংগৃহীত

0 views0 comments

コメント


bottom of page