top of page
Search
Writer's pictureSHAKIL SARDAR

বজ্রপাতে পাঁচ জেলায় শিশুসহ ১৩ জনের মৃত্যু


দেশের পাঁচ জেলায় বজ্রপাতে শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এসব ঘটনা ঘটে। বজ্রপাতে নেত্রকোনায় আটজন, মানিকগঞ্জে দুইজন এবং ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে একজন করে প্রাণ হারান।


নেত্রকোনা


নেত্রকোনার কেন্দুয়া, খালিয়াজুরী, পূর্বধলা ও মদন উপজেলায় বজ্রপাতে ৭ জন কৃষক ও একজন শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও নয়জন। মঙ্গলবার (১৮ মে) বিকালে এ ঘটনা ঘটে। মাঠে কাজ করার সময় কৃষকদের মৃত্যু হয়।


নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে আটজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


বজ্রপাতে নিহত কৃষকেরা হলেন-কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫) এবং খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২), একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮) ও বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির (২৮)। তারা ওই এলাকার বরবরিয়া হাওরে কাজ করছিলো।

এদিকে মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ (১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯) ফতেপুর এলাকার একটি হাওরে বজ্রপাতে নিহত হয়েছেন।

এছাড়াও পূর্বধলায় বিকালে বজ্রপাতে যোবায়ের ফকির (১২) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের ইছহাক ফকিরের ছেলে।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে যোবায়েরসহ কয়েকজন শিশু বাড়ির পাশে খোলা মাঠে ফুটবল খেলছিলো। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে অন্য শিশুরা দৌঁড়ে বাড়ি চলে যায়। এ সময় শিশু যোবায়ের মাঠের পাশে একটি মাটি কাটার ভেকু মেশিনের নিচে আশ্রয় নেয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ফরিদপুর

ফরিদপুরের মধুখালীর চাঁদপুরে কবির শেখ (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার নবীন সেখের ছেলে। মাঠে পাটক্ষেত পরিচর্যার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সংগৃহীত

0 views0 comments

Comments


bottom of page